এক নজরে
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় মোহনপুর, রাজশাহী।
জনবলঃ-
কার্যক্রম সমূহঃ-
০১। মহিলাদের আত্মকর্মসংস্থানে ক্ষুদ্র ঋণ প্রদান কার্যক্রমঃ-
ঋণ গ্রহীতার সংখ্যা-৫৩১জন
বিতরণকৃত অর্থের পরিমাণ--৬৪২০,০০০/=
আদায়ের হার-৮৫%
০২। দরিদ্রমারজন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান কার্যক্রমঃ-
০৬ টি ইউনিয়নে ভাতাভোগীর সংখ্যা -৭৯২জন
প্রতিটি ইউনিয়নে উপকারভোগীর সংখ্যা-১৩২জন
মাসিক ভাতার পরিমান ৫০০/-
সেবা প্রদানের মেয়াদ -০২বছর
০৩।ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীঃ
০১টি পেৌরসভায় ভাতাভোগীর সংখ্যা-৩৫০জন
মাসিক ভাতার পরিমান৫০০/-
সেবা প্রদানের মেয়াদ -০২বছর
০৪। ভিজিডিকার্যক্রমঃ-
উপকারভোগীর সংখ্যা-১৯৯৬জন
প্রতিটি উপকারভোগীকে প্রতিমাসে ৩০ কেজি করে চাল/ গম প্রদান করা হয়।
ভিজিডি কার্যক্রমের আওতায় মোহনপুর উপজেলার চুক্তিবদ্ধ সহযোগী এনজিও আদিবাসী উন্নয়ন সংস্থা।
০৫।মোহনপুর উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর কতৃক রেজিঃ প্রাপ্ত স্বেচছাসেবী মহিলা সমিতির
সংখ্যা-১০৬টি তন্মধ্যে সক্রিয় সমিতির সংখ্যা -৩২টি নিষ্ক্রিয় সমিতির সংখ্যা -৭৪টি
০৬। বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রমঃ বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে জনগণকে সচেতন করা লক্ষ্যে প্রতি মাসে উঠান বৈঠক করা হয়। এছাড়াও কোথাও বাল্যবিবাহের অভিযোগ পেলে জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় তাৎক্ষনিক তা বন্ধ করা হয়।
০৭।জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কর্মসূচি:এইকর্মসূচির আওতায় প্রতিটি উপজেলা ও ইউনিয়নের তৃণমূল পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা সফল ও সাহসী নারীদের খুঁজে বের করে নিম্নবর্ণিত ০৫টি ক্যাটগরীতে প্রতি কাটাগরীর ০১জন করে প্রতি বছর উপজেলা, জেলা ও বিভাগ পর্যায়ে তাদের সম্বধর্ণা প্রদান করা হয়।
ক) অর্থনৈতিকভাবে সাফল্য আর্জনকারী নারী।
খ) শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী।
গ) সফল জননী নারী।
ঘ) নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছে যে নারী।
ঙ) সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী।
০৭।সতেনতামূলক সভা, উঠান বৈঠক, বিভিন্ন দিবস উদযাপন।
০৮। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তক বাস্তবায়িত মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ প্রকল্পের (আইজি এ) আ্ওতায় ব্লক বাটিক ও টেইলারিং ০২ টি ট্রেডে মহিলাদের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রতি ব্যাচে ২০ জন করে মোট ৪০ জন প্রশিক্ষণার্থীর ০৩ মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস