মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের আকুবাড়ী গ্রামের ১৬ বছরেরে স্কুল গামী ছাত্রী মোছাঃ রাবিনা খাতুন পিতাঃ গোলাম রাব্বানী মাতাঃ শাহানারা বেগম এর বিয়ের ব্যবস্থা করা হয় আজ ০৬/০৮/২০১৮খ্রিঃ । তথ্যটি মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের ১০৯ এর মাধ্যমে পাওযার পর ইপজেণলা মহিলা বিষয়ক কর্মকর্তাার কার্যালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ০৩ জন পুলিশ সহ ঘটনটাৈস্থলে যাই এবং বাল্যবিবাহটি বন্ধ করে তার পিতা মাতার মুচলেকা নেওয়া হয়।
মুচেলেকাটি সকলের জ্ঞাতার্থে সংযুক্ত করা হলোঃ-
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS